চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও রেলের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও কয়েকজন আহত খবর প্রাথমিক ভাবে জানা গেছে ।
দুর্ঘটনার পর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ৫ জনকে নিয়ে আসা হয়েছে বলে জানান চমেক সূত্র । পরে তাদের মধ্যে কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান এবং এসকান্দার আলী মোল্লার মৃত্যু হয় এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন এসআই সুজন শর্মা ও চালক সমর চন্দ্র সূত্রধর।