চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক বদিউল আলম বলেছেন,রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা,মৌলবাদ ও জঙ্গীবাদ দমন করে সমৃদ্ধ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে।তিনি বলেন,সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সস্ত্রীক যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিকে ৭৫ এর ১৫ আগষ্টের কাল রাত্রিতে হত্যার মাধ্যমে ঘাতক চক্র জাতিকে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিল। খুনি চক্ররা পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালির স্বাধীনতাকে গুরুত্বহীন করতে চেয়েছিল।দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।তিনি বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা আজ সকাল সাড়ে নয়টায় সংগঠনের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে ১২২ আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী,সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,শহীদুল ইসলাম,যুগ্ম সম্পাদক মোঃ সোলেমান,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লা আল নোমান বেগ,সহ প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু,সহ দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো,সহ সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিঠু,কুতুব উদ্দীন আল আজাদ,মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম,খোরশেদ আলম,এডভোকেট আবদুল্লা আল বেলাল,আমিনুল ইসলাম চৌধুরী কায়সার,আবদুর রহমান জুনু,পংকজ দাশ,রতন সেন মুন্না, নাজিম উদ্দীন ভুঁইয়া,মফিজুর রহমান মুন্না,জয়নাল আবেদীন,আমিনুল ইসলাম লিটন,আবছার আহমেদ মাণিক,সাজ্জাদুল মোস্তফা চৌধুরী,এ কে এম পারভেজ উদ্দীন,হাজী আবদুর রহিম,নাজিম উদ্দিন পারভেজ,মিল্টন ধর,মো:আনিস,আবু তাহের,সাইফুল আলম সাইফুল,মোঃ সরোয়ার,আবু তাহের,মোঃ মহিউদ্দীন,ইঞ্জিনিয়ার মাসুকুর রহমান চৌধুরী প্রমুখ। সভার প্রারম্ভে সকাল নয়টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক পারটথ সারথি চৌধুরীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সভা শেষে সকলকে মাস্ক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020