ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে একের পর এক মানব কল্যাণমুখী কাজে নিয়োজিত থেকে ব্যাতিক্রম নজীর সৃষ্টি করা যুবক জাহিদ হাসান। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদ হাসান ২০২০ ও ২০২১ সালে করোনাকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ছুটে চলেছিলেন তার সামর্থ্যের সব টুকু নিয়ে। এলাকার রাস্তা সংস্কার কাজ, ত্রাণ বিতরণ সহ কল্যাণমুখী কাজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। করোনার ভয়কে একপাশে রেখে কাজ করে যাওয়া যুবক অবশেষে করোনায় আক্রান্ত হলেন এর পরেও দমে নেই।
হাসিমুখে জানালেন আমার জন্য মানুষের দোয়া আছে, এটাই আমার মুলধন। সুস্থ হয়ে আবার ফিরে যাব পরিচিত পরিবেশে ইনশআল্লাহ। বর্তমানে তিনি বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আসিফুল হক এর তত্ত্বাবধানে আছেন। চট্টগ্রাম জেলার, বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের এই সন্তান রোগমুক্তির জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।