চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সন্তান আ হ ম নোমান। ৩ আগস্ট রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
আ হ ম নোমানের শিক্ষাজীবন শুরু হয় চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসা থেকে। পরবর্তীতে তিনি বাঁশখালী জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসা থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালে দাখিল ও ২০১৪ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে উভয়বারই জিপিএ-৫ (A+) অর্জন করেন।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রথম ব্যাচে ভর্তি হন। অনার্সে সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং একই বিভাগ থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড স্থান অর্জন করেন।
গত ৩০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত, প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রভাষক পদে যোগদান করেন।
১৯৯৫ সালের ১ মার্চ জন্ম নেওয়া আ হ ম নোমান বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুর্মা সিকদার বাড়ির সন্তান। তিনি মরহুম হাজী মাওলানা রমিজ আহমেদ ও জনাবা রেহেনা বেগম দম্পতির পুত্র।