Search
Close this search box.
Search
Close this search box.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশনের মহৎ উদ্যোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাঁশখালীর মেধাবী তরুণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ বাঁশখালীর সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন “বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন” এর মহৎ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বাঁশখালী হতে আগত ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিসের সুবিধা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।সংগঠনের ফ্রি বাসগুলো চট্টগ্রাম মহানগরীর চকবাজারের অঁলি খাঁ মসজিদ মোড় থেকে শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে একই পথে নগরে ফেরত আসে।
ভর্তি পরীক্ষা দিতে আসা বাঁশখালীর একজন শিক্ষার্থী বাঁশখালী এক্সপ্রেসকে বলেন “,এটি সত্যি মহৎ উদ্যোগ,আমি সংগঠনের দায়িত্বরত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি”।
সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম হোছাইনী বাঁশখালী এক্সপ্রেসকে জানান গতকালের মতো ৩০, ৩১ই অক্টোবর এবং ১লা নভেম্বর অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রতিটা দিন বরাবরের মতো একই স্থান হতে আমাদের বাসগুলো শিক্ষার্থীদের এই যাতায়াত সেবা প্রদান করবে।সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী বাঁশখালী এক্সপ্রেসকে জানান”, বাঁশখালীর মাটি,মানুষ ও জনপদের প্রতি লালিত শেকড়বন্ধন এবং সামাজিক দায়বদ্ধতা আমি ধারণ করি।আগামীর দিনগুলোতেও বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন বাঁশখালীর নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে সর্বদা পাশে থাকবে।
আজকে ফ্রি বাস সার্ভিসের দ্বিতীয় দিন অত্র এসোসিয়েশনের বর্তমান দায়িত্বরত সভাপতি রিয়াজুল ইসলাম হোছাইনী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকতসহ সংগঠনের সদস্য ইমন সৈয়দ,আরিফ উদ্দীন,নেজাম উদ্দীন,রিয়াদ,মামুন,সুজনা,মনির,বাবু,রমিছ,ইমতিয়াজ ও আসিফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  আশরাফিয়া ফাউন্ডেশনের কমিটি ঘোষণা