গতকাল সম্পন্ন হওয়া সিইউজের নির্বাচনী ফলাফলে দেখা যায় বাঁশখালী থেকে তিনজন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ। তাঁর বাড়ি কালীপুর ইউনিয়নে। সাংগঠনিক সম্পাদক পেদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া। তার বাড়ি জলদি বড়ুয়াপাড়া। অর্থ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার। তাঁরবাড়ি বাঁশখালী পৌরসভায়।
দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় ভোট। চলে বিকেল ৪টা পর্যন্ত। সিইউজের মোট ৪৪৫ সদস্যের মধ্যে ভোট দেন ৩৯২ জন। ৫৩ জন ভোট দেননি। এরপর সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে নয়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী ভোট পেয়েছেন ২৩০। প্রতিদ্বন্দ্বী ম. শামসুল ইসলাম পেয়েছেন ১৫৮ ভোট।
এদিকে সিনিয়র সহসভাপতি পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সাবেক সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট।
সহসভাপতি পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান সাইদুল। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে সৌমেন ধর পেয়েছেন ১১২ ভোট। এছাড়া আলাউদ্দিন হোসেন দুলাল পেয়েছেন ৬৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট। এছাড়া রুবেল খান পেয়েছেন ৩১ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাগো নিউজের স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন পেয়েছেন ১৮০ ভোট।
অর্থ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিটিভির স্টাফ রিপোর্টার মো. তৌহিদুল আলম পেয়েছেন ১২১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পেদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম। দুই প্রতিদ্বন্দ্বী বার্তা২৪ এর বিশেষ প্রতিনিধি তাসনিম হাসান রিয়াদ ১৩৭ ভোট ও সরওয়ার কামাল পেয়েছেন ৬৪ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান হাবিবুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাপোস্টের চিত্র সাংবাদিক মাসুমুল ইসলাম পেয়েছেন ১৭৩ ভোট।