
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারের একটি রেস্তোরাঁয় দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে এ বৈঠক হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজন করা হয়।
সভায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী পাঁচজন প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন—কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।
সভায় মনোনয়ন প্রত্যাশীরা উন্মুক্ত আলোচনায় নিজেদের বক্তব্য ও মতামত তুলে ধরেন। এসময় সকল প্রার্থী দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে বাঁশখালী আসনে দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020