চতুষ্কোণ” সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন কতৃক “ক্লিন-আপ ক্যাম্পেইন ২০২৩” গতকাল ২৩শে অক্টোবর সকাল ১১ ঘটিকায় নাপোড়া, শেখেরখীল ও নাপোড়া বাজার এলাকা পরিস্কারের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করেন।
সকাল থেকে এই কর্মসূচি বাস্তবায়ন কল্পে বাজার ও গ্রামের রাস্তার প্লাস্টিক ও নানাধরণের ময়লা পরিস্কার এর মাধ্যমে কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেন।
“চতুষ্কোণ” একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন, যাহা ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাঁশখালীতে নানাধরণের সামাজিক ও সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ওই ধারাবাহিকতায় আজকের ক্লিন-আপ কর্মসূচি বাস্তবায়ন করা হলো।
এসময় চতুষ্কোণ সংগঠন এর সভাপতি বাবু রুবেল দেব বলেন চতুষ্কোণ সংগঠনটি একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠন এর চারটি দিক আছে এগুলো হলো শিক্ষা, চিকিৎসা, ঐক্য ও সামাজিকতা। আমরা প্রতিবছর কোননা কোন কার্যক্রম পরিচালনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো।
যেখানে প্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে তা বুঝানো হয়।