বাঁশখালী স্টুডেন্টস' এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্যোগে, বাঁশখালী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল নগরের ২নং গেইটের রাজবাড়ি রেস্তোরাঁয় আয়োজনটি অনুষ্ঠিত হয়৷ এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। সংগঠনের সভাপতি সুজয়েনা বিনতে ওমর ঐশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. মু. তারেকুল হাসান চৌধুরী, অর্থনীতি বিভাগ, চবি, প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুর রহমান হিসাব বিজ্ঞান বিভাগ, চবি, রাজপতি দাশ চেয়ারম্যান সংস্কৃতি বিভাগ,চবি, অধ্যাপক আবদুল গফুর, সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, রেহেনা আক্তার কাজমী, উপজেলা চেয়ারম্যান বাঁশখালী, অধ্যক্ষ আব্দুল কাদের, মাষ্টার নজির আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, অধ্যক্ষ ফারুক আহমেদ, বাঁশখালী ডিগ্রি কলেজ ও মু.রায়হান সোবহান, অ্যাডভোকেট চট্টগ্রাম জজ কোর্ট, সিইও মিনি ল স্কুল।
অতিথিদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে আগামীর বাঁশখালী গঠনে শিক্ষা ও শিক্ষার্থীদের ভূমিকা। অধ্যাপক আব্দুল গফুর তাঁর বক্তব্যে চবির সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি রোমন্থন করেন। শিক্ষার্থীদের সেবা ও সামাজিক কাজ করার উৎস প্রদান করেন। বাঁশখালীর তারুণ্যের আইকন মিনি ল স্কুলের সিইও ও অ্যাডভোকেট মু.রায়হান সোবহান, সংগঠন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ছাত্র অবস্থায় বিভিন্ন সামাজিক কাজের স্মৃতি রোমন্থন করেন। সভাপতি সুজেয়ানা বিনতে ওমর ঐশী , সমাপনী বক্তব্যে আয়োজনটি সফল করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020