
হাফেজ মুহাম্মদ বুরহান উদ্দীন ◾
চট্টগ্রামের ইসলামী অঙ্গনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, আলেমে দ্বীন মাওলানা আশরাফ আলি (গাজী সাহেব) ১৯৪৫ সালে চট্টগ্রামের ৪নং বাহারচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড, নওশা বাপের (পুরাতন বাড়ি)বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মরহুম নজির আহমেদ এবং মাতা ছিলেন মাহমুদা খাতুন। তিনি পিতা-মাতার তৃতীয় সন্তান ছিলেন।
মাওলানা আশরাফ আলি গাজী সাহেব প্রাথমিকভাবে বশরতনগর রশীদিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। কিছু সময় সেখানে অধ্যয়ন করার পর তিনি ভর্তি হন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়, যেখানে তিনি তাঁর শিক্ষা জীবনের সমাপ্তি টানেন। তিনি কর্মজীবন শুরু করেন ঈদগাহস্থ জামেয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালি মাদ্রাসায়।
পরবর্তীতে যোগ দেন খুরুশকুল ওয়াদুদিয়া মাদ্রাসায়। সেখানে অবস্থানকালে কক্সবাজার বদরেমোকাম কেন্দ্রীয় জামে মসজিদে নিয়মিত জুমার খুতবা দিতেন, যা শোনার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ সমবেত হতো।পরে তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠিত বাহারচড়া সুলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসায় স্বল্প সময়ের জন্য পরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আল জামিয়াতুল ইসলামিয়া হেমায়াতুল ইসলাম কৈয়গ্রাম মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং মাদ্রাসা মসজিদে জুমার খুতবা প্রদান অব্যাহত রাখেন।
তিনি চট্টগ্রামের অসংখ্য মসজিদে জুমার খুতবা প্রদান করেছেন এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ছিলেন। ওয়াজ মাহফিলে তাঁর উপস্থিতি ছিল কিংবদন্তিতুল্য; মুগ্ধকর বয়ান ও স্পষ্ট বক্তব্যে তিনি শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন।মাওলানা আশরাফ আলি গাজী সাহেব বাঁশখালি কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠানের বাসিন্দা মরহুম আছরুজ্জামানের তৃতীয় কন্যা জুবাইদা আক্তার (রুবি)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্র—আব্দুল্লাহ আশরাফ ও তৈয়ব আশরাফ—এবং দুই কন্যা—বিলকিস আক্তার ও কানিজ ফাতিমা—রয়েছেন।
তিনি নিজ বাড়ির সামনে বায়তুল আজিজ জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি দুইটি গ্রন্থ রচনা করেন—মানুষ মরে কেন, দোয়ায় জীবন পরিবর্তনকারী।২০২৫ সালের ৮ আগস্ট, শুক্রবার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৯ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে নিজ প্রতিষ্ঠিত বায়তুল আজিজ জামে মসজিদের পাশে তাঁকে দাফন করা হয়।
লেখক : পেশ ইমাম, পার্কভিউ হাসপাতাল জামে মসজিদ, চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020