
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদ পদপ্রার্থী বাঁশখালী গুনাগরীর সন্তান নয়ন চৌধুরী । অত্র সম্পাদক পদে তার ব্যালট নম্বর - ০২ । তিনি ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগেবস্নাতক ৪র্থ বর্ষে অধ্যায়নরত আছেন।
নয়ন গুনাগরীর ১ নং ওয়ার্ড নিবাসী মো:জামাল উদ্দীন এর ছেলে। বিশ্ববিদ্যালয় জীবনে দীর্ঘদিন ধরে লাইব্রেরি সংক্রান্ত কাজ ও সুষম খাদ্য নিশ্চিতকরণে সোচ্চার হয়ে আসতেছেন। এছাড়াও তিনি বাঁশখালী স্টুডেন্টস' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বলেন,' সবার প্রতি অনুরোধ থাকবে প্যানেল দেখে ভোট না দিয়ে তার সততা ও যোগ্যতা দেখে প্রতিনিধি নির্বাচন করে।আমি আমার ইশতেহারে বিভিন্ন সমসাময়িক সমস্যা এড্রেস করার চেষ্টা করেছি। কেন্দ্রীয় লাইব্রেরির সম্প্রসারণ ইউনিট হিসেবে শহরে একটা পাঠগার ইউনিট চালু করা।
এবং বিশ্ববিদ্যালয়ের e-mail কে ফ্রি- তে সবার জন্য উম্মুক্ত করে দেওয়া। এছাড়াও সুষম খাবার ও খাবারের সাথে দামের ভারসাম্য রাখার প্রস্তাব রাখা হবে। আমি বিজয়ী হয় বা না হয়, শিক্ষার্থীদের কল্যানের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে যে বিজয়ী হবে তাকে সবসময় সমর্থন ও সহযোগিতা করে যাবো।'
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020