• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিকিৎসা ও মানবিকতায় অনন্য ডাক্তার আসিফুল হক

রিয়াজুল হক রিফাত / ৫০৪ শেয়ার
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

আজ বাঁশখালীর মানুষের জন্য এক বিশেষ দিন। আমাদের প্রিয় ডাক্তার, সমাজ সেবায় নিবেদিত প্রাণ, এক ব্যক্তিত্ব, গরীব ও দুঃস্থ মানুষের বন্ধু, ডাক্তার আসিফুল হকের জন্মদিন। বাঁশখালী উপজেলার ৬নং বৈলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জন্মগ্রহণ করা এই মানুষটি আজ পুরো বাঁশখালীর হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করেছে।

ডাক্তার আসিফুল হক ৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে পেশাগত জীবনে প্রবেশ করেন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এই যোগদান শুধুমাত্র একটি চাকরিতে যোগ দেওয়া ছিল না, এটি ছিল জনপদের মানুষের সেবা করার প্রতিশ্রুতি।

যোগদানের পর থেকে তিনি বাঁশখালী উপজেলার মানুষের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। রোগীর পাশে দাঁড়ানো, তাদের দুঃখ বুঝা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এগুলোই তার কর্মজীবনের মূল স্তম্ভ। বাঁশখালীর মানুষ তাকে ভালোবেসে ‘গরীবের ডাক্তার’ নামে সম্বোধন করে। কারণ তিনি কখনও ধনী বা প্রভাবশালী মানুষের সঙ্গে পার্থক্য করেন না। তার কাছে প্রত্যেক রোগীই সমান। গরীব, অসহায় বা দুঃস্থ যারাই হোক, তার দরজা সবার জন্য খোলা ।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত থাকলেও বাঁশখালীর মানুষকে চিকিৎসা সেবা প্রদানে বাঁশখালীতেও নিয়মিত চেম্বার করছেন।

ডাক্তার আসিফুল হকের ব্যক্তিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার আন্তরিকতা। মানুষের প্রতি তার সহানুভূতি এবং তাদের স্বাস্থ্য সমস্যার সমাধানে তার অক্লান্ত পরিশ্রম তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি শুধুমাত্র রোগ নিরাময়ের দিকে মনোনিবেশ করেন না, বরং মানুষকে মানসিক সমর্থনও দেন। তার সংবেদনশীল মন ও মানবিক আচরণ বহু রোগীর জীবনে আশার আলো জ্বালিয়েছে।

আজকের দিনে আমরা শুধু তার জন্মদিন উদযাপন করছি না, আমরা উদযাপন করছি সেই জীবনের পথচলা যা মানুষের কল্যাণে নিবেদিত। আমরা প্রার্থনা করি, তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হোন এবং আরও বহু বছর গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হোন। ডাক্তার আসিফুল হক শুধু একজন চিকিৎসক নয় তিনি মানবিক দৃষ্টান্ত, একজন মানুষ যিনি সত্যিই বুঝেন মানুষের কষ্ট, তাদের পাশে দাঁড়ানোর মূল্য এবং সমাজের প্রতি তার দায়িত্ব।

শুভ জন্মদিন ডাক্তার আসিফুল হক।আপনি আমাদের সকলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত প্রমাণ করে সেবা এবং মানবিকতার কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

One response to “চিকিৎসা ও মানবিকতায় অনন্য ডাক্তার আসিফুল হক”

  1. শাহরিয়ার মোহাম্মদ শাবেদ says:

    অনেক ভালো লিখেছেন।
    তিনি সত্যিই আমাদের আশার আলো।
    আল্লাহ তাকে সুস্থ রাখুন সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?