চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আমেনা বাপের বাড়ির নুরুল মোস্তাফা মানিকের দুই সন্তান পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। পানিতে ডুবে মৃত্যু বরণ করা দুই শিশুর নাম ইয়াছমিন (৭) ইব্রাহিম বয়স (৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার মানিকের স্ত্রী (বাচ্চাদের মা) জোহরের নামাজ পড়ার সময় বাচ্চারা উঠানে খেলছিল। বাচ্চারা খেলছে মনে করে তিনি নামাজ শেষ করে দেখেন উঠোনে নেই। পুকুরে গিয়ে ভাসমান অবস্থায় ইয়াছমিনের পা দেখতে পায়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান, মর্মান্তিক ভাবে শিশু দুইটি মারা যায়। বর্তমানে আমি জানাজার মাঠে আছি। রাত সাড়ে ১০:৩০ জানাযা।
এদিকে, আপন দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মায়ের কান্নায় চারপাশের পরিবেশ ভারী উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে ৪টি শিশুর সলীল মৃত্যু সকলের সচেতনতা জরুরি মনে করছেন সচেতন মহল।
উল্লেখ্য গত শুক্রবার (৫ এপ্রিল) শীলকূপের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মাবিয়া বাপের বাড়ীতে একই পুকুরে ডুবে ওয়াজিফা বেগম (৫) ও মারিয়া আক্তার (৫) নামে দুই শিশুকন্যার মৃত্যুর ঘটনা ঘটেছিল । নিহত ওয়াজিফা বেগম স্থানীয় আবু ছালেকের কন্যা এবং অপর শিশু মারিয়া আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের কন্যা।