Search
Close this search box.
Search
Close this search box.

ছনুয়া স্বপ্নচূড়া’র বর্ষপূর্তি

“থাকবে না কেউ পিছনে, গড়বো সমাজ এক সনে,”

এই স্লোগান কে কেন্দ্র করে গঠিত সংগঠন ” ছনুয়া স্বপ্নচূড়া আলোড়ন ” এর একবছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। সে হিসেবে অত্র সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনামুল হক ফারুকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জবাব কাদেরি প্রধান শিক্ষক….
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইমন, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ হাসান বি এ, হোসাইন আব্বাস, নুরুল আবছার, আবদুল কাদের, আবু সালেহ, জয়নাল, হাবিব, আবুল হাসেম। অনুষ্ঠানের সভাপতি বলেন একটি সুন্দর সাংস্কৃতিক সমাজ বিনির্মানের জন্য একটা সংগঠন অবশ্যই দরকার, যা তোমাদের মাধ্যমে হবে। প্রধান অতিথি বলেন সংগঠনের মাধ্যমে একজন সদস্য অনেক কিছু জানতে পারে শিখতে পারে। প্রধান মেহমান বলেন তোমরা যে এতো গুলো শিক্ষিত ছেলে একত্রিত হয়েছে এটাও একটা মহৎ কাজ, বিশেষ অতিথিরা আরও বলেন তরুণরাই হচ্ছে আগামী দেশ গড়ার মূল হাতিয়ার। তোমাদের নিজেকে গড়ার সাথে সাথে সমাজ কেও গড়ে তুলতে হবে। একজন শিক্ষিত ছেলেই পারে একটা সমাজ কে সুস্থ সুন্দর ও আদর্শিক রুপ দিতে।

অনুষ্ঠানের সভাপতি সকল অতিথিদের কে নিয়ে “ছনুয়া স্বপ্নচূড়া আলোড়নে” এর লোগো সংবলিত একটি যার্সি উন্মোচন করে সাধারণ সম্পাদক রহমত উল্লাহ এর কাছে তোলে দেন।

পরিশেষে অত্র সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ ফজল কাদের বিগত একবছরে তাদের কাজের সফলতা ব্যর্থতা তুলে ধরে আগামী এক বছরের জন্য কিছু পরিকল্পনা ঘোষণা করেন।এবং উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

আরও পড়ুন  সাধনপুর সূর্যতরুণ ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা