“আসুন আমরা পৃথিবী কে সবুজে সবুজে সাজাই”।
এই স্লোগান কে সামনে রেখে “ছনুয়া স্বপ্নচূড়া আলোড়ন” এর প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ এর আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এনামুল হক ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এডভোকেট শাকেরুল ইসলাম সাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইমরানুল হক রাশেদ, মোহাম্মদ হাসান কোম্পানি (বি এ), আব্দুল কাদের ( অনার্স), নুরুল আবছার এবং অত্র সংগঠনের সকল সদস্যসহ সকল শুভাকাঙ্ক্ষী। সভাপতির বক্তব্যে বলেন বৃক্ষ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের মূল হাতিয়ার। যা ছাড়া আমাদের বেচে থাকা দুরূহ। প্রধান অতিথি বলেন বৃক্ষ আমাদের ফরম বন্ধু, যা আমাদের প্রতি নিয়মিত উপকার করে যাচ্ছে। বিশেষ অতিথিগন বলেন বৃক্ষ হল সাদ কায়ে জারিয়া, কোন বৃক্ষ দ্বারা মানুষ উপকৃত হলে ঐ বৃক্ষ যে রোপণ করছে তার কাছে সাওয়াব যারি থাকবে। আরও বলেছেন আমাদের কে বাঁচতে হলে বৃক্ষ কে বাচাতে হবে। তাই বৃক্ষরোপণ আমাদের অতিব গুরুত্বপূর্ন। আসুন আমরা একটি করে গাছ লাগাই নিজের দেশ কে সবুজের সৌন্দর্য কে ফুটিয়ে তুলি।
উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে বৃক্ষ বিতরণ এবং রোপণ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন অত্র সংগঠনের সভাপতি হাফেজ মো ফজল কাদের বিপ্লব।