
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।
সেই প্যানেলে স্থান লাভ করেছে বাঁশখালীর সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আরকানুল ইসলাম রূপক। রূপক ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে লড়ছেন।সে গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ সোনাইর বাপের বাড়ির আবুল বশর ও হাসিনা বেগম দম্পতির সন্তান। সে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হাজী মোহাম্মদ মুহসিন কলেজ এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হন।
[বাঁশখালী থেকে অনেক শিক্ষার্থী ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে তাঁদের তথ্য আমাদের মেইল কিংবা হোয়াটসঅ্যাপে করার অনুরোধ রইল। ✆ হোয়াটসঅ্যাপ 01751740740/ ইমেইল banshkhaliexpress@gmail.com]
এক প্রশ্নের জবাবে, ছাত্রদের অধিকার রক্ষায় নির্বাচিত কাজ,করতে চান। তিনি বাঁশখালী তথা বৃহত্তর চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের সমর্থন প্রত্যাশা করে বলেন। আমি চট্টগ্রাম ভিত্তিক বেশকটি সংগঠনের নেতৃত্ব প্রদান করে আসছি। আমার সংগঠনের ভাইয়েরা আমার অতীত বিবেচনা করে আমাকে নির্বাচিত করে কাজ করার সুযোগ দিবেন এই প্রত্যাশা করি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বুধবার প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020