বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ২ নং সাধনপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সংগঠনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আবদুল আলীম কাদেরী"র সভাপতিত্বে সম্পন্ন হয়।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন এর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, কেএসআরএম এর মেকানিক ইঞ্জিনিয়ার, জনাব মুহাম্মদ ফয়সাল উদ্দীন। প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা'র সহ-সভাপতিঃ জননেতা মাওলানা আবদুর রহিম সিরাজী।
বিশেষ অতিথি ছিলেন, অত্র ইউনিয়ন এর সাবেক সভাপতি, এইচ এম তমিজ উদ্দীন,এইচ এম মনির উদ্দীন কাদেরী,কাউন্সিলার ছিলেন বাঁশখালী উপজেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক,ছাত্রনেতা মুহাম্মদ সাজ্জাদ হোসেন।প্রধান বক্তা উপজেলা অর্থ সম্পাদক, ছাত্রনেতা এইচ এম নেজাম উদ্দীন রিয়াদ।বিশেষ বক্তাঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ছাত্রনেতা মুহাম্মদ তারেক আজিজ প্রমুখ। সবার সম্মতিক্রমে হাফেজ নুরুল আবসার'কে সভাপতি, ইকবাল হোসেন'কে সেক্রেটারি ও হাফেজ নেছার'কে সাংগঠনিক সম্পাদক করে শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020