Search
Close this search box.
Search
Close this search box.

ছাত্র বলাৎকার; মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বলাৎকার করে মঙ্গলবার র‍্যাব সাত’র হাতে ধরা পড়েন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাদেকুল ইসলাম (২৪) । গত ১৩ অক্টোবর চট্টগ্রামের ইপিজেডস্থ আকমল আলী রোড এলাকায় নিজের মাদ্রাসায় অভিযুক্ত মো. সাদেকুল ইসলাম এই অপকর্মটি করেন বলে জানান শিক্ষার্থীর অভিভাবক। সে কক্সবাজার জেলার মহেশখালীর সিকদারপাড়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

র‍্যাব জানায়, বলাৎকারের শিকার ওই শিশু মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সাদেকুল ইসলামের রুমে নিয়ে যান। পরে সেখানে তাকে বলাৎকার করা হয়। শিশুটি অসুখ হয়ে পড়লে অভিভাবকদের ফোন করেন মাদ্রাসা শিক্ষক সাদেকুল। তারপর বাড়ির লোকজন শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। ওই সময় শিশুটি তার পরিবারকে সব কিছু খুলে বলে।

পরবর্তীতে এ ঘটনায় ২১ অক্টোবর ইপিজেড থানায় মামলা করেন শিশুটির বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্যের মৃত্যু