নেপালকে তাদের মাটিতেই হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা নারী দলকে বরণ করতে ছাদখোলা বাসে সংবর্ধনার ব্যবস্থা করেছে বাফুফে।
দুপুরে ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রাখার পর সংবাদ সম্মেলন শেষে শুরু হয় ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণাদের বিজয় প্যারেড। এই বাসে করে বাফুফে ভবনে যাবেন মেয়েরা। পথে নগরবাসীর সঙ্গে জয় উৎসব করছেন সাফজয়ীরা।
বাসে উৎসবের আমেজে অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে ওড়ালেন বাংলাদেশের পতাকা। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি সবার সামনে।
বাসটি বিমানবন্দর> এক্সপ্রেসওয়ে> এফডিসি>সাত রাস্তার মোড়> মগবাজার ফ্লাইওভার> কাকরাইল> পল্টন> নটরডেম কলেজ> শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে যায়।
এদিকে ছাদখোলা বাসে উঠেই দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সানজিদা। নিজের ফেসবুকে সানজিদা লিখেন, ‘ছাদখোলা বাসে। স্বপ্নিল যাত্রা। ধন্যবাদ দেশবাসী।’
ছাদখোলা বাসের গতবারের থেকে এবারের চিত্র কিছুটা আলাদা। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ছোঁয়া লেগেছে সাফজয়ীদের বাসেও। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানো হয়েছে। গতবার সাফ চ্যাম্পিয়নদের জন্য বাসের ব্যবস্থা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। তাতে বাসে ফুটবলারদের পাশাপাশি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি। তাতে সমালোচনা হয়েছিল অনেক।
প্রসঙ্গত, বুধবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ।