জাতীয় ওলামা মাশায়েক ইমাম পরিষদ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা গত ২৪ জুলাই, ২০২২ ইং তারিখে আসকারাবাদ ঘর মসজিদ সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় ওলামা মাশায়েক ইমাম পরিষদ, চট্টগ্রাম মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হক জিহাদী সাহেবের সভাপতিত্বে, সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা শাহেদুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী।, প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য প্রধান করেন-জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি-আল্লামা ড.আ ফ ম খালিদ হোসেন; বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জনাব আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম;সভাপতি, ইসলামী আন্দোলন, চট্টগ্রাম মহানগর; আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর; সদর,বাংলাদেশ মুজাহিদ কমিটি, চট্টগ্রাম জেলা সহ আরো অনেকে। উক্ত মতবিনিময় সভায় ওলামা মাশায়েখ গণ ইমাম ও খতিবদের উপর অতর্কিত হামলা ও বাঁশখালীতে সম্প্রতি ঘটে যাওয়া মাওলানা আবুল কাশেম সাহেব এর উপর ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।