
বাংলাদেশের শিক্ষকদের বৃহত্তর প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়নে ১৫ এপ্রিল ২০২১ তারিখে বাঁশখালী থেকে ২য় এবং প্রাথমিক শিক্ষায় প্রথম জেলা অ্যাম্বাসেডর হওয়ার স্বীকৃতি অর্জন করেন চট্টগ্রাম জেলার বাঁঁশখালী উপজেলাধীন চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সম্মানিত সহকারী শিক্ষক এবং এটুআই ICT4E এর চট্টগ্রাম জেলা এম্বাসাডর জনাব উম্মে আতেকা।
তিনি একই উপজেলাধীন ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের মরহুম মৌলভী আব্দুল মাবুদের কনিষ্ঠ সন্তান। বাকলীয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি। হাজী মুহাম্মদ মহসীন কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান সহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি বিএড ডিগ্রি সম্পন্ন করেন।
২০০৬ খ্রিস্টাব্দে তিনি অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে অদ্যাবধি সুনামের সাথে কর্মরত আছেন। ২০১৯ খ্রিস্টাব্দে অত্র উপজেলায় "শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা '" নির্বাচিত হন। বাংলা বিষয়ের বিষয়ভিত্তিক ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
এটুআই ও শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ জনাব উম্মে আতেকার ICT4E জেলা এম্বাসাডর নির্বাচনের তথ্য শিক্ষক বাতায়নে নিশ্চিত করেম গতকাল ১৫ এপ্রিল, ২০২১ তারিখে।
তার এই সাফল্য অর্জনে বিভিন্নভাবে পাশে থেকে সহযোগিতা করায় তিনি এটূআই, বাতায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম অনলাইন স্কুল পরিবারের সদস্য বৃন্দ, বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য বৃন্দ, নিজ পরিবার -পরিজন, বন্ধু, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত শুভাকাঙ্ক্ষী বৃন্দ সহ ব্যক্তিগত জীবনের সকল শিক্ষকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(পূর্বের ওয়েবসাইট থেকে ২ আগস্ট, ২০২৫ তারিখে আর্কাইভ করা)
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020