নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনে-দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বিল্লাল হোসেন নামে এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ এলাকার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিল্লাল উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি আড়াইহাজার সদরে ইসলামী ব্যাংকে টাকা নিয়ে তার এলাকায় যাচ্ছিলেন।
বিল্লাল হোসেন জানান, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের ইসলামী ব্যাংকের পিএলসির এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। সোমবার দুপুর ১টার দিকে ইসলামী ব্যাংক থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ইজারকান্দি ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। এ সময় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে সামনে দিয়ে একটি অজ্ঞাত সাদা প্রাইভেটকার এসে গতিরোধ করে। এরপর প্রাইভেটকার থেকে ৪-৫ জন দ্রুত নেমে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে টাকাসহ বিল্লালকে প্রাইভেটকারে তুলে নিয়ে যান। পরে রূপগঞ্জের গাউছিয়ায় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020