ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার লেকচার হলে সম্প্রতি “তারুণ্যের ভাবনায় বাঁশখালী” শিরোনামে এক সেমিনার ও মিলনমেলার আয়োজন করা হয়। ঢাকাস্থ বাঁশখালীর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একত্রিত করা এবং বাঁশখালীর উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা। আয়োজক সংগঠন স্টুডেন্ট এলায়েন্স অফ বাঁশখালী এ তথ্য জানিয়েছে।
[irp posts="79926" ]
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক কাজী জামশেদ, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের পিএস টু চেয়ারম্যান হাসনাত হিরো, মীর মিজান এন্ড এসোসিয়েটস-এর প্রতিষ্ঠাতা এডভোকেট মিজান শিকদার, এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন।
বক্তারা বাঁশখালীর পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাঁশখালীর ভূমিকা, যানজট সমস্যার সমাধান, এবং আইনগত জটিলতা নিরসনে লিগ্যাল এইড ফোরাম গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের পক্ষে আরকানুল ইসলাম রূপক বলেন, “আমাদের উদ্দেশ্য বাঁশখালীর শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে অন্যায় ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাঁশখালী গড়ে তোলা। আমরা একটি প্রেসার গ্রুপ হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”
দিনব্যাপী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং “ইউনিয়ন সেরার মহড়া” শীর্ষক একটি আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড দ্যা ক্যাফেনিয়ারস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির শিল্পী রবিন।
এই আয়োজন ঢাকাস্থ বাঁশখালীর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক একতা ও উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজক ও অতিথিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাঁশখালীর সার্বিক উন্নয়নে তরুণ প্রজন্মের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020