ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে বাঁশখালীর তানজিরুল ইসলাম উপ-আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হন। তানজিরুল ইসলাম এসএসসি পাস করে ২০১৬ সালে, এইচএসসি পাস করে ২০১৮ সালে, এরপর ২০১৯ সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে এমএতে ভর্তি হয়। এবং ২০২২ সালে ভাষাবিজ্ঞান বিভাগ হতে স্নাতক শেষ করে। বর্তমানে স্নাতকোত্তরে অধ্যায়নরত আছে ঢাবিতে।
উল্লেখ্য, পূর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিল, এবং আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপ আপ্যায়ন সম্পাদকের দায়িত্ব পেয়েছে। তাঁর গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার, কালিপুর ইউনিয়নের গুনাগরী গ্রামে।