চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “ক” ইউনিটের সদ্য ভর্তি পরীক্ষায় রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাসমিন আক্তার সানিয়া প্রথম স্থান অর্জন করায় পুরো বিদ্যালয়ের সাবেক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে চলছে আনন্দের জোয়ার। এখন তাকে সংবর্ধিত করার পরিকল্পনা করছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সংগঠিত করার প্রক্রিয়া চলমান।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শহিদুল ইসলাম শহিদ ও আরিফুর রহমান শাকিল জানান, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তাসমিনের এমন ফল আমাদের বেশি আনন্দিত করে। সে নিজের পাশাপাশি স্কুলের সুনামও বৃদ্ধি করছে এতে আমরা আনন্দিত। আমাদের এই বোনের ভবিষ্যত জীবন আরো সমৃদ্ধির পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে পবিত্র ঈদুল আজহার ৩য় দিন ( ০১-০৭-২৩” রোজ: শনিবার সকাল ১০ ঘটিকা ) স্কুল প্রাঙ্গনে সাবেক শিক্ষার্থীদের ব্যানারে তাকে সংবর্ধনা প্রদান করা হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করছেন স্কুলের বর্তমান সভাপতি,ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ।
সূত্র জানায়, একইদিনে আমাদের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এতে উপস্থিত থেকে সকালের মুল্যবান মতামত প্রকাশ ও অনুষ্ঠানকে সফল করার অনুরোধ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।