বাংলাদেশের ছেলেরা বিদেশিনী বিয়ে করে সংবাদের শিরোনাম হয়৷ এবার বাঁশখালীর মেয়ে তেহেসিন সামিরা তার বিপরীত করে দেখালেন। শেখেরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোশারফ আলী সিকদার বাড়ীর অধ্যাপক দেলোয়ার হোসেন মেয়ে তেহেসিন সামিরা দেলোয়ার এর সাথে তুরস্কের ইস্তাম্বুল তুর্কি এলাকার উনাল আরাস সাথে গত ১লা জুন ২০২১ইং তুর্কির দুগুন ইয়েরি নামক স্থানে বিয়ে হয়েছে। উল্লেখ্য, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সামিরা সবার ছোট। সে বর্তমানে দক্ষিন কোরিয়া Pakyong National University মোবাইল নেটওয়ার্ক এ পিএইচডি অধ্যয়নরত।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020