বীর মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী কর্তৃক পরিচালিত “দারুস সুন্নাহ রহমানিয়া মাদরাসা” এর শুভ উদ্বোধন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে ডা. আবু ইউসুফ চৌধুরী এর সভাপতিত্বে ও নাজমুল হক চৌধুরী রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সকাল ৯.০০ ঘটিকা থেকে বাঁশখালীর ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৫২ জন প্রতিযোগী তিনটি বিভাগে অংশগ্রহণ করেন। প্রতিযোগীতার বিষয় হিসেবে ছিল- তেলোয়াতে কোরআন, আযান ও হামদ-নাত-ইসলামী সংগীত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৌলানা মোহাম্মদ হোসাইন, নজরুল ইসলাম, মৌলানা মুজিবুর রহমান, মাস্টার জসিম উদ্দিন, মোহাম্মদ মুবিনুল হক, ইঞ্জিনিয়ার ইউনুসুর রহমান, হাফেজ ফখরুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ। প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।