দুইশতাধিকেরও বেশি নবীন আইনজীবীদের সংবর্ধিত করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ”ল” এ্যালামনাই এসোসিয়েশন(ব্লা)
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ”ল” এ্যালামনাই এসোসিয়েশন(ব্লা)এর উদ্যোগে গত ৫ ডিসেম্বর ২০২১,রবিবার, বিকাল ৪.০০ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্টিত” অভিষেক ও আইনজীবী সংবর্ধণা “অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড.এ.এফ. এম. আওরঙ্গজেব,প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ মুজিবুল হক, উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন মোঃজিয়াউদ্দিন,বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিষ্ট্রারার আক্তারুজ্জামান কায়সার। সংগঠনের সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফোরকান খোকন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস মুক্তা। সংবর্ধিত আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুল ইসলাম সৈকত,
অ্যাডভোকেট মোঃ সাহাব উদ্দিন,অ্যাডভোকেট শাকিউল আলম, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট শাকিলসহ প্রমূখ।