সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে চতুর্থ বারের মতো আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে গত শনিবার।
দ্য ডেইলি স্টার সেন্টারে এই উপলক্ষে গত ৪ বছরের ৪২ জন বিজয়ীসহ গবেষণায় আগ্রহী ৭০ জনকে নিয়ে সকাল থেকে গবেষণা সম্পাদনা ও সৃজনশীল চর্চা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। পুরস্কার বিতরণী হয়েছে বিকাল ৪টায়।
এই আয়োজনের উদ্বোধন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। প্রশিক্ষক হিসেবে ছিলেন। ‘সম্পাদনা’র প্রধান সম্পাদক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ।
বিকালে পুরষ্কার ও সার্টিফিকেট তুলে দিয়েছেব এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক ফকরুল আলম। সমাপনী বক্তব্য রাখবেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
গত ৩ অক্টোবর প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে একটি ভার্চ্যুয়াল আয়োজনে। এই প্রতিযোগিতার
‘আজকের গণমাধ্যম ও আবুল মনসুর আহমদের সাংবাদিকতা’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন বাঁশখালীর মেধাবী তরুন মোহাম্মদ মুহিবুল্লাহ, দ্বিতীয় আলিফ নূর শর্মী এবং তৃতীয় কামরুল হাসান মাসুক।
প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে আবুল মনসুর আহমদের এক সেট বই। বিজয়ী প্রত্যেককে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়েছে।
মোহাম্মদ মুহিবুল্লাহ’র জন্ম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে । পিতা মোহাম্মদ ছাদেক এবং মাতা আনজুমান আরা বেগমের ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় । শৈশব ও কৈশোর কেটেছে গ্রামের ধুলোবালি গায়ে মেখে । শিক্ষাজীবনে সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পাশ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ( ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ) এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । কর্মজীবনের শুরু সাংবাদিকতা দিয়ে । এরপর কিছুদিন শিক্ষকতা করেন । প্রজাতন্ত্রের রাজস্ব আহরণের কাজ করেছেন ‘ জাতীয় রাজস্ব বোর্ড ‘ এর ‘ সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে । বর্তমানে বিসিএস ( প্রাণিসম্পদ ) ক্যাডারে কর্মরত আছেন । লেখালেখির সূচনা স্কুল জীবন থেকে । শুণ্য দশকের মাঝামাঝি থেকে অনিয়মিতভাবে লিখে চলেছেন দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সাময়িকীগুলোতে । নিজের মনের খোরাক ।