Search
Close this search box.
Search
Close this search box.

নগরীতে মাদ্রাসা ছাত্র নালায় পড়ে নিখোঁজের আশংকা

চট্টগ্রামের বাকলিয়ায় এক মাদ্রাসা ভবনের ছাদ থেকে মোহাম্মদ আলিফ (১০) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে । মাদ্রাসায় রক্ষিত সিসিটিভি ফুটেজে ঐ ছাত্রকে মাদ্রাসার ছাদ থেকে নামার চেষ্টা করতে দেখা গেছে সিসিটিভি ভিডিও ফুটেজে। অনুমান করা হচ্ছে পেছনে থাকা নালায় পড়ে যায় শিশুটি যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ নিখোঁজ হিসেবে ফায়ার সার্ভিসকে খবর দেন। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর বাকলিয়া থানা এলাকার আজিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় ওই শিশু।

উল্লেখ্য গত রোববার নগরীর আগ্রাবাদে ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের এক শিশু নালায় পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। তারও আগে (৭ আগস্ট) চট্টগ্রামের নন্দীরহাট এলাকায় জলাবদ্ধ সড়কের পাশের ড্রেনে পড়ে মৃগী রোগাক্রান্ত এক কলেজছাত্রীর মৃত্যু হয়। এবং ২০২১ সালের ২৫ আগস্ট নগরীর মুরাদপুরে জলাবদ্ধ সড়কের পাশের উন্মুক্ত নালায় তলিয়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। এখনো তার কোনো সন্ধান মেলেনি। তার একমাস পর একই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে নগরের আগ্রাবাদ এলাকায় বাসায় ফেরার পথে নালায় পড়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ছাত্রী সেহেরীন মাহমুদ সাদিয়া। একই বছর নালায় পড়ে নগরীর ষোলশহর এলাকায় এক শিশু ও ২ নং গেইট এলাকায় সিএনজি অটোরিকশাসহ নালায় পড়ে দুই নারীর মৃত্যু হয়।

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির ব্যাপারে অবহিত হওয়ার পর থেকে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন  আনোয়ারাতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষরোপণ কর্মসূচি ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন