Search
Close this search box.
Search
Close this search box.

নগরীর মারকাজুত তারতীল মডেল মাদ্রাসার সবক দান অনুষ্ঠান সম্পন্ন হয়

আজ বুধবার নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পুকুরপাড়াস্থ মারকাজুত তারতীল মডেল মাদ্রাসার আয়োজনে সবকদান অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতিত্ব হাফেজ ক্বারী মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা তৈয়ব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাতালগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মুফতি শফি উদ্দিন মিনহাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি আবু সাঈদ সুমন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসা গুলো আধুনিক দ্বীনি শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে। বিশ্ব হাফেজ প্রতিযোগিতায় ইসলাম বিশ্বে বাংলাদেশ নতুনভাবে পরিচিত হচ্ছে, বাংলাদেশের নাম এখন সুপ্রসিদ্ধ। অনুষ্ঠান শেষে দেশ ও দেশের কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ তৈয়ব সাহেব।

আরও পড়ুন  সাধনপুরে অভিভাবক বিশ্রামাগারের উদ্বোধন