বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ১৯৯৩ এর উদ্যোগে ২০২৪ সালের বার্ষিক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৩ এর সভাপতি কাজী মান্নানের সভাপতিত্বে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইউনুস চৌধুরী, ব্যাচ ৯৩ এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সদস্য নুরুল কবির এবং স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আইয়ুব প্রমূখ।
বক্তারা পড়ালেখার মাধ্যমে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদেরকে একজন মানবিক উদার মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের আহবান জানান। আত্মোন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার মধ্যেই শিক্ষার আসল উদ্দেশ্য নিহিত বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চলতি বছরে বিদ্যালয়ের ২৬ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে ব্যাচ ৯৩ এর পক্ষ থেকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।