মোহাম্মদ জাবেদ হাসান অমি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঁশখালী তথা দক্ষিণ চট্টলার স্বনামধন্য প্রতিষ্ঠান নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯৯ এর উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল সম্পন্ন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১২ মে) পুকুরিয়ার 'আলোর পরশ কমিউনিটি সেন্টারে ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন পুকুরিয়া মুন্সি পাড়া জামে মসজিদের ইমাম মৌলানা আয়ুব।
এই সময় ৯৯ ব্যাচের ছাত্ররা বলেন,
কোভিডের দ্বিতীয় ধাক্কায় পুরো বিশ্ব। প্রাণ হারাচ্ছে প্রতিনিয়ত কত মানুষ। স্বজনের আহাজারিতে ভারী হয়ে উটেছে আকাশ-বাতাশ। বেশি সময় ধরে কোভিড-১৯ এর আতংকে ঘরবন্দি মানুষ এখন প্রার্থনা করছে কবে ফেলতে পারবে স্বস্তির নিঃস্বাস, কবে পৃথিবীটাতে আবার ফিরে আসবে সুন্দর সুস্থ পরিবেশ। উপস্থিত সকল বন্ধু-বান্ধবের অংশগ্রহণে করে মহান রবের নিকট প্রার্থনা করে মোনাজাত পূর্বক ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020