চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের (নাপুউবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত "স্মৃতির ক্যানভাসে শ্যামল নিকেতন" শিরোনামে ছোট গল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্কুলের মাঠে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
এতে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন জনাব মোঃ ইরফানুল হক (২০১৯) ও জান্নাতুল মাওয়া লাভলী (২০১৬) এবং তৃতীয় স্থান অধিকার করেন জনাব মোহাম্মদ শাহজাহান(২০১১)। পুরস্কারপ্রাপ্তরা অনুভূতি ব্যক্তকালে এমন ইভেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রশংসা করেন এবং ইভেন্ট কে সিনিয়র জুনিয়র সম্পর্কের সেতুবন্ধন হিসেবে বিবেচিত করেন।
গত মে মাসের শেষ সপ্তাহে চালু হওয়া এ ইভেন্টে মোট ৩৫ জন প্রাক্তন শিক্ষার্থী তাঁদের স্মৃতিচারণমূলক গল্প লিখেন। এতে মোট দশ জন কে মেধাক্রম অনুসারে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীর জন্য স্মারক পুরস্কারের ব্যবস্থা করা হয়। গল্প লিখন প্রতিযোগিতার বিচারক ছিলেন একই বিদ্যালয়ের তিন প্রাক্তন ছাত্র জনাব অ্যাডভোকেট কফিল উদ্দীন, ব্যাংক কর্মকর্তা জনাব সিহাব-উদ-দৌলা এবং চবির ফার্মেসি বিভাগের প্রাক্তন ছাত্র জনাব আসাদুল হক।
আসরটির সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠি জেলা এনডিসি জনাব আহমেদ হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত (হিরু) এবং নাপুউবির শিক্ষক জনাব সাখাওয়াত হোসেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020