Search
Close this search box.
Search
Close this search box.

নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী পরিষদের জমকালো মিলনমেলা

এসো মিলি শেকড়ের টানে, প্রাণের বিদ্যালয়ে স্লোগানে অতীতের অম্লমধুর স্মৃতিবিজড়িত নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার বসেছিল যেন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের হাট। প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলা যেন এক টুকরো হিরণময় অতীত। শিক্ষক-শিক্ষার্থী মিলনমেলা যেন টাইম মেশিনে ভ্রমণ করে অতীতকে দৃশ্যমান করা, মুক্ত অবগাহন করা। এই নিয়ে চলে দিনভর নানা কর্মসূচি। পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন/গীতা/ বাইবেল/ ত্রিপিঠক পাঠের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে, জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত, উদ্বোধনী বক্তৃতা, প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র‍্যালি/ শোভাযাত্রা, প্রাক্তনদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। প্রাক্তনদের স্মৃতিচারণ।, আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের ফলাফল এর মাধ্যমে দিনব্যাপী জমকালো আয়োজনের সমাপ্তি হয়।

এতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র পরিষদের সাবেক আহবায়ক, চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের মাননীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুজিবুর রহমান সিআইপি, সংবর্ধিত সম্মানিত শিক্ষকবৃন্দরা হলেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব ছাবের আহমেদ খান, সাবেক সিনিয়র শিক্ষক বাবু দিলীপ কুমার দে, বাবু চিত্ত রঞ্জন চৌধুরী, বাবু শিবুনাথ দেব সিকদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাবু রমেন্দ্র রায় চৌধুরী, বাবু তপন কান্তি দেব ।

একনজরে পুনর্মিলনী উদ্যাপন কমিটি-২০২৪:
আহ্বায়ক বাবলু কুমার দেব, যুগ্ম আহবায়ক খোরশেদুল আলম (১৯৯৪) কাইছার উদ্দিন (১৯৯৬), মিল্টন গুহ (১৯৯৭), জিয়াউল কাদের (১৯৯৯), অতনু ভট্টাচার্য্য (২০০২) সদস্য সচিব তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব: রতন আচার্য্য (১৯৯৫), রতন দাশ (২০০২), রাজীব আচার্য্য (২০০৩), মোঃ ইফতেখারুল ইসলাম (২০০৫), মোঃ ছৈয়দ আলম (২০০৬), সদস্যবৃন্দ : দেলোয়ার হোছেন (১৯৯৪), রিপন সিকদার (১৯৯৪), খাইরুল হক (১৯৯৪), মটন দেব (১৯৯৬), কমর উল হক (১৯৯৬), বেলাল উদ্দিন চৌধুরী (১৯৯৬), মোঃ মমতাজ উদ্দিন (১৯৯৭), তফাজ্জল হোসেন (১৯৯৭), শম্ভুনাথ সেন (১৯৯৮), মোস্তাক আহমদ (১৯৯৮), শিবলু কুমার দেব (২০০০), মোঃ জাহাঙ্গীর (২০০০), খোরশেদ আলম (২০০১), চয়ন দেব (২০০১), মোঃ নুরুল কাদের (২০০২), মোঃ নেজাম উদ্দীন (২০০৩), মোঃ জসীম উদ্দীন (২০০৩), সোহাগ দেব (২০০৪), নুরুল হাকিম রানা (২০০৫), সৌরভ গুহ (২০০৬), সজীব দাশ (২০০৭), তৌহিদুল ইসলাম (২০০৭)।

আরও পড়ুন  রোজা সম্পর্কিত ৫টি হাদিস

অর্থ উপ-কমিটি : আহবায়ক – জাহাঙ্গীর আলম (১৯৯৫), সদস্য সচিব নারায়ন প্রসাদ দেব (১৯৯৯), সদস্য : নিক্সন বিশ্বাস (২০০০), আব্দুর রহমান (২০০০), জালাল উদ্দিন (২০০২), দিদারুল করিম (২০০২), কাজল কান্তি দেব (২০০৩), ছোটন দাশ (২০০৩), চন্দন দেব (২০০৪) আশুতোষ বিশ্বাস (২০০৪), আব্দুল্লাহ আল মামুন (২০০৫), রনি কান্তি দেব (২০০৭), সুকুমার সিকদার (২০০৭), আহমদুল ইসলাম আজাদ (২০০৮), তপন শংকর (২০০৮), বাবলু (২০০৯), জমির উদ্দিন সরকার (২০১৩), গিয়াস উদ্দিন (২০১৪)।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটি : আহবায়ক দেবাশীষ মণি দেব (২০০৮), সদস্য সচিব রুবেল দেব (২০১২), ফরিদুল ইসলাম (২০০৮), আজাহারুল ইসলাম (২০১১), রুবেল চৌধুরী (২০১৫), রিয়াজ উদ্দিন (২০১৩), সালামত উল্লাহ (২০১৪), শিমুল নাথ (২০১৪), সুলতানুল করিম (২০১৬), করিম উল্লাহ (২০১৬), রনি দেব (২০১৭), রতন সিংহ দেবদাশ (২০১৭), আব্দুর রহমান (২০১৮), সুকান্ত দেব (২০১৮), শয়ন দেব (২০১৮), ইরফান উল্লাহ চৌধুরী (২০১৯), সলিল দেব (২০২০), কৌশিক দেব (২০২১), নির্জন সেন (২০২২), সুস্ময় দেব (২০২৩), দীপ্ত দেব (২০২৩), আব্দুর রহমান (২০২৪)।

আপ্যায়ন উপ-কমিটি: আহ্বায়ক: মোহাম্মদ রিদুয়ান (২০১০), সদস্য সচিব: মহিউদ্দিন বাবর (২০১২), নাজমুল ইসলাম (২০১০), দিগন্ত দেব (২০১১), রবিউল আলম (২০১২), রিয়াজ উদ্দিন বাঙালী (২০১৩), রুস্তম আলী চৌধুরী (২০১৫), বিমল চৌধুরী (২০১৫), রফিকুল ইসলাম জিদান (২০১৬), রবিন কান্তি দেব (২০১৬), বিশাল গুহ (২০১৬), মিজানুল হক চৌধুরী মাখন (২০১৮), দুরন্ত দেব (২০১৭), বিজয় দাশ (২০১৮), মোঃ ওমর ফারুক (২০১৯), দীপন দেব (২০১৯), মোঃ আয়ুব (২০২০), মোঃ মাইমুন হোসেন (২০২০), অজয় দেবদাশ (২০২১), বিজয় কান্তি দাশ (২০২১), রিখন দেব (২০২১), মোবারক হোসেন (২০২১), নিশান দেব (২০২২), হুমায়ুন আহমদ (২০২৩), দুর্জয় সুশীল (২০২৩), স্বাক্ষর দেবদাশ (২০২৪), অভি সুশীল (২০২৪)

সাংস্কৃতিক উপ-কমিটি:
আহ্বায়ক- সাগর মল্লিক শুভ (২০১২), সদস্য সচিব নয়ন সিকদার (২০১১), সদস্য : বিপাসা দাশ (২০০৮), সুজন দাশ (২০১০), শ্রাবণ দেব (২০১০), সমীর কান্তি দাশ (২০১১), মোঃ হাসেম পৃথিবী (২০১৫), নুসরাত জাহান তন্নি (২০১৫), সোহেল আরমান তালুকদার (২০১৫), নোবেল দেব (২০১৬), চিন্ময় সিকদার (২০১৮), মোঃ সোহেল (২০১৯), প্রীতম দেব পিয়াল (২০১৯), স্বীকৃতি কারণ (২০১৯), প্রীতম দেব (২০২০), সজীব দেবদাশ (২০২০), তন্ময় সিকদার (২০২০), নোবেল দেব নাথ (২০২০), মৃত্তিকা দেব ইতি (২০২৪)।

আরও পড়ুন  আইডিয়াল ট্রাস্টের কমিটি ঘোষণা

শোভাযাত্রা বাস্তবায়ন উপ-কমিটি : আহবায়ক: মিনহাজ সিকদার (২০১১), সচিব: দুর্জয় দেব (২০১২), সিরাজউদ্দৌলা (২০১১), মোহাম্মদ ফরহাদুল ইসলাম (২০১১), মোঃ ইকবাল হোসেন (২০১৩), সোহেল মিয়া রানা (২০১৫), ইসরাত জাহান (২০১৬), তানজিমা আক্তার (২০১৬), সাগর দেব (২০১৬), শহিদুল ইসলাম শাহেদ (২০১৬), কলিম উল্লাহ (২০১৬), মীর তোফা (২০১৭), সাথীময়ী সুশীল (২০১৭), লাভলী সিকদার (২০১৭), হৃদয় দেব (২০১৮), অর্পা দাশ (২০১৮), রমাশ্রী দেবদাশ (২০১৯), সপ্তশী দাশ (২০১৯), সৌরভ পাল (২০১৯), সুপাংখা দেব (২০২০), সাইদুল ইসলাম (২০২০), আরাফাতুল ইসলাম (২০২১), কৃপা দেব (২০২২), বিনয় দেব যিতু (২০২৩), রাকিব আল হাসান (২০২৪), শ্রীকান্ত চৌধুরী (২০২৪)।

শৃঙ্খলা উপ-কমিটি : আহ্বায়ক কফিল উদ্দিন (রোকন) (২০১১),সচিব – অনুপ দেব (২০১২),সদস্য আবু তৈয়ব (২০১০), জাহিদুল ইসলাম রাজা (২০১১), বিলকিছ আক্তার (২০১১), সেলিম উদ্দিন (২০১১), জাবেদ হোসেন সাদ্দাম (২০১১), আমিন হাসান মির্জা (২০১২), সাহাব উদ্দিন টিটু (২০১২), আবু মুছা আব্দুল্লাহ (২০১২), জনি দেবদাশ (২০১২), নিটু সেন (২০১৩), সজীব দেব (২০১৩), মৃত্তিকা শানন চৌধুরী (২০১৪), উর্মি দেব (২০১৪), রনি কান্তি দেব (২০১৪), বিজয় দেব (দুর্জয়) (২০১৪), ফারহান ইসতিয়াক মনসুর (২০১৫), দ্বিতি দেব (২০১৫), অংকন আচার্য্য (২০১৬), আব্দুল্লাহ আরমান (২০১৭), বিজয় মালাকার (২০১৯), শামীম উল কাদের (২০১৯), রিয়াজ উদ্দীন রুহীন (২০১৯), পলাশ দেব (২০১৯), স্বপ্নীল দেব (২০১৯)।

মহিলা বিষয়ক উপ-কমিটি : আহবায়ক – নাজমা খানম (১৯৯৫) সদস্য সচিব অপর্ণা ভট্টাচার্য (২০০০), সদস্য নিভা দেব (২০০০), দেবী রাণী দে (২০০৪), লোপা দেব (২০০৮), আইরিন আক্তার (২০১১), শতাব্দী দেব (২০১৫), রেহেনা আক্তার, (২০১৮), মৌরি চৌধুরী (২০১৮), লাবনী দেব (২০১৯), ভূমিকা তালুকদার (২০১৮), জান্নাতুল ফেরদৌস সুইটি (২০২০), সানজিদা আক্তার (২০২০), শান্তা দেব (২০২০), মনীষা সিকদার (২০২২), কাশফিয়া জান্নাত (২০২২), তাজমিন মহুয়া (২০২২), উর্মি দেব (২০২২), আবিদা কুলসুম সাজিয়া (২০২৩), তিন্নি দেব (২০২৪), তাহমিনা আফছার (২০২৪),সুমাইয়া আক্তার (২০২৪)।

আরও পড়ুন  সম্মাননা ও গরুর বাছুর পেলেন সেই চাচী টুম্পা