Search
Close this search box.
Search
Close this search box.

পরৈকোড়া ব্লাড ব্যাংকের ব্লাড ক্যাম্পিং

৭ম বারের মত বিনামূল্যে ফ্রি ব্লাড ক্যাম্পিং দিয়ে ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল পরৈকোড়া ব্লাড ব্যাংক। পরৈকোড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আনিসুর রহমান জানান, পরবর্তীতে ইউনিয়ন কিংবা উপজেলায় যেকোনো স্কুল তাদের এই সেবা নিতে চাইলে তাহলে তাদের সংগঠন পরৈকোড়া ব্লাড ব্যাংক সর্বদা প্রস্তুত থাকবে এই সেবা দিতে ।আজকের এই মহতি কাজে উপস্থিত ছিলেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আব্দুল মালেক। ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক সঞ্জীব মজুমদার। ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি মোস্তাক আহমেদ টিপু, সদস্য করিম,মুসা,রিফাত,সাহেদ,ইমন,সাইমন,তারেক,রুবাইয়েত,মোবারক।

আরও পড়ুন  পাহাড়ি ঝিরির পানিতে পড়ে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু