
চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি পার্লারের ওয়াশরুম থেকে ঝুলন্ত অবস্থায় প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই পার্লারের ব্যবস্থাপক ছিলেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ডায়েরি জব্দ করা হয়, যেখানে কয়েক লাইনের একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। বিষয়টি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ডায়েরিতে প্রিয়াঙ্কা লিখেছেন, “আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স।
প্রিয়াঙ্কা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সিকদার বাড়ির সজীব দত্তের স্ত্রী। তাঁরা নগরের আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। উদ্ধার হওয়া ডায়েরিতে সুইসাইড নোট রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020