বাঁশখালী কোকদন্ডী ইসলামিয়া ছৈয়দ শাহ বারিয়া মজিদিয়া (রহঃ) সিনিয়র মাদরাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং গারাংগিয়া বড় হুজুর (রহঃ) ও ছোট হুজুর (রহঃ) এর সুযোগ্য খলিফা পীরে কামেল হযরতুলহাজ্ব শাহসূফী মাওলানা আবদুচ ছালাম (মা.জি.আ) খুব অসুস্থ। তিনি বর্তমানে নগরীর পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তাঁর সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020