পায়ে হেঁটেই পবিত্র হজব্রত পালনের লক্ষ্যে বাড়ির থেকে বের হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বটতলী ইউপির শেয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে আলিফ মাহমুদ আদিব (২৫)।
গতকাল (৮-জুলাই) দুপুর ১২টায় সৌদি আরবের উদ্দেশ্য নিজ বাড়িতে থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন। পারিবারিক সূত্রে জানা যায়, আদিব ছোটবেলা থেকে ঘোরাঘুরি পছন্দ করেন। তার আশা সে পায়ে হেঁটে হজ পালন করবে। গতকাল নিজ বাড়িতে পরিবারের সকল সদস্য ও স্বজনদের দোয়া ও সাক্ষাৎ নিয়ে দুপুরের দিকে সৌদি আরবের উদ্দেশ্যে বের হন আদিব। পিতা
আব্দুল মালেক গত হয়েছেন ২০১১ সালে। মা জরিনা মালেক, তিন ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট।