Search
Close this search box.
Search
Close this search box.

পুইছড়িতে ভয়াবহ আগুনে ২১ পরিবার নিঃস্ব


তাহসিনুল কবির চৌধুরী,সংবাদদাতা ▪

চট্টগ্রামের বাঁশখালী বাঁশখালী উপজেলার পশ্চিম পুইছড়ি ০২ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ পরিবার পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২১ পরিবারের আসবাবপত্র,স্বর্ণ ও নগদ টাকাসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইজ্জতিয়া স্কুলের দক্ষিণ পাশে ২ নম্বর ওয়ার্ড এলাকার মাঝর পাড়া মেম্বার কাশেমের বাড়ি থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ২১ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মেম্বার কাশেম, মাষ্টার গিয়াস উদ্দিন, মুহাম্মদ ছৈয়্যদ, আলী আকবর, মুহাম্মদ ইলিয়াছ, নোমান সাওদাগর, ইয়াকুব আলী, মুহাম্মদ নেছার উদ্দীন সহ অন্যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মেম্বার কাশেমের বাড়ির বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চতুর্থদিকে। স্থানীয়রা বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনকে ফোন দিলে তারা দ্রুত এসে স্থানীয়দের এবং সিসিপির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা জানায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় কোনরকম নিজেরাই বেঁচে আছি, কিছুই রক্ষা করতে পারিনি। এ ঘটনায় আমাদের ২১ পরিবার সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব।

এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছান। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন  ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ