বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে জার্মানির জিআইজেড এর কারিগরি সহযোগিতায় সহযোগী সংস্থা কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “কমিউনিটিতে ন্যায়বিচারের প্রবেশাধিকার” নামক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯/১০/২০২১ইং রোজ শনিবার সভা উপলক্ষে পুকুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোস্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি প্যারালিগ্যাল জমির উদ্দীন এর সঞ্চালনায় এবং চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর হোসাইনিয়া কাদেরিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আহম্মদ।সভায় স্বাগত বক্তব্য এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন জেলা প্রকল্প কর্মকর্তা দিলদার হোসাইন দিদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সচিব মোঃ জাকের হোসেন, ইউপি সদস্য হাবিবুর রহমান মিঞা, মোঃ ফারুকুজ্জামান,সিরাজুল হক,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ইয়াসমিন আকতার, মাওলানা এনায়েত উল্লাহ,নিশাত চৌধুরী,এ্যানি দে,মোহাম্মদ ইসমাঈল,সাব্বির উদ্দীন,হাসনাত করিম এবং মোহাম্মদ ইসমাঈল নয়ন সভায় বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অঙ্গীকার করেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায় ও হতদরিদ্র মানুষ যাতে সহজে আইনী সেবা পেতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য, “কমিউনিটিতে ন্যায়বিচার প্রবেশাধিকার” সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর,খানখানাবাদ বাহারচড়া ইউনিয়ন,এবং আনোয়ারা উপজেলায় আনোয়ারা সদর,চাতরী,হাইলদর, পরৈকোড়া বাস্তবায়ন করছে।