দেশজুড়ে পানিতে ডুবে আশংকাজনক হারে শিশু মৃত্যুরোধে সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁশখালী টাইমসের উদ্যোগে পুকুরে ডুবে মৃত্যু রোধে সচেতনতা কর্মসূচি একুশে ফাউন্ডেশনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মাসব্যাপী নানান আয়োজনে বাঁশখালীর ৩০টি স্বেচ্ছাসেবী, ক্রীড়া, সামাজিক সংগঠন স্বেচ্ছায় অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় একুশে ফাউন্ডেশন স্কুল, মাদরাসা, মক্তব, কলেজ, হাট-বাজারে লিফলেট বিতরণ, সচেতন সভা, ফেস্টুন প্রদর্শনী সহ বিভিন্ন এজেন্ডা সফলভাবে সম্পন্ন হয়েছে।
১১অক্টোবর ২০২২, মঙ্গলবার, বেলা ১১টায় মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, অধ্যক্ষ আবদুল কাদের, কলেজের শিক্ষিকা বনশ্রী সেন গুপ্তা, এহসান হাবীব, মুবিনুল হক, এম,এহছান উল্লাহ, আমিনুল কবির সুমন, এমদাদ উল্লাহ, জিএন কবির চৌধুরী, মোশাররফ হোসেন, পিংকি তালুকদার, হিমাদ্রি হোসাইন আবির, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পানিতে ডুবে বাংলাদেশে দৈনিক ৪০ জন শিশুর মৃত্যু হয়, পানিতে ডুবে চট্টগ্রাম বিভাগে গত দুই বছরে ৪৯৭জনের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর পৃথিবীতে ৩ লাখ ৫৯ হাজার ৪০০ ব্যক্তি পানিতে ডুবে মারা যায়। পুকুরে ডুবে শিশু মৃত্যুর কবল থেকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।