এম বোরহান উদ্দিন টিপু ▪️
পূর্ব চাঁপাছড়ী ভাঙ্গা জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্দ্যোগে আবুল খায়ের ইন্ডাস্ট্রি কোং এর কর্মকর্তা হারুন-অর-রশিদ এর সঞ্চলনায় ইসলামি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা গাজী মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে আজ পূর্ব চাঁপাছড়ী ভাঙ্গা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন বাঁশখালী হামিদিয়া রহিমিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপঅধ্যক্ষ জনাব মওলানা নজির আহমদ সাহেব এবং বিশেষ আলোচক হিসেবে তকরির পেশ করেন ভাঙ্গা জামে মসজিদের খতিব আলহাজ্ব মওলানা মাহমুদুল হক আলকাদেরী। এতে আরও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রাম সিকো লিঃ ম্যানেজার মোঃ ওসমান, অর্থ সম্পাদক এবং চসিক কর্মকর্তা গাজী আব্দুল জব্বার। মিলাদুন্নবী (দঃ) মাহফিল পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ বাহাদুর, মোঃ ওয়াহিদ, গাজী মোহাম্মদ নয়ন এবং টিপু প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবরুক বিতরন করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020