শুক্রবার ইউনিয়নে পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া সুন্নী জনকল্যাণ পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সফলভাবে উদযাপিত হয়।
ঐদিন পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া অদুদিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে বৈলছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার উক্ত মাদ্রাসা মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত মিলাদ-কিয়াম ও মোনাজাতের মধ্যদিয়ে উক্ত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) সমাপ্ত হয়।
এতে উপস্থিত ছিলেন,পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম মাওলানা মনিরুল ইসলাম তৈয়বী,জঙ্গল পাইরাং জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাইফুল হক আল-কাদেরী,অত্র এলাকার ইউপি সদস্য ও সুন্নী জনকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল আলীম, সাবেক সভাপতি মনজুর আলম,সাবেক সভাপতি শহিদুল ইসলাম,সাবেক সভাপতি মোজাম্মেল হক সিকদার, হাজ্বী আহমদ হোসেন, হাজ্বী আব্দুল কাদের,হাজ্বী মুহাম্মদ সাহেব মিয়া,রফিক আহমদ সাওদাগর,আকতার হোসেন সাওদাগর, সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ,অর্থ-সম্পাদক ইয়াকুব হোসেন,আহমদ কবির,আব্দুল মালেক,ইলিয়াস সাওদাগর,মাওলানা ছকির আহমদ,ফারুক কোম্পানী,ফেরদৌস চৌধুরী প্রমুখ।
উক্ত জুলুছে বৈলছড়ি ইউনিয়নের বিভিন্ন ধর্মীয়,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্ব-স্ব ব্যানারে যোগদান করেন।
পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া সুন্নী জাগরণ সংস্থা,গাউছিয়া কমিটি বাংলাদেশ ৬নং ওয়ার্ড খদুলাপাড়া শাখা,আদর্শ গ্রাম তৈয়বিয়া তাহেরিয়া সুন্নীয়া ফোরকানিয়া মাদ্রাসা, পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া অদুদিয়া ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি, খদুলাপাড়া শাহ এমদাদিয়া দায়রা শাখা, মানবকল্যাণ ইয়াং সোসাইটি, পূর্ব জঙ্গল পাইরাং দক্ষিণ খদুলাপাড়া এলাকাবাসী,হানিয়াপাড়া এলাকাবাসী,আফাজ উল্লাহ শাহ সুন্নী জনকল্যাণ পরিষদ ইত্যাদি সংগঠন এতে অংশগ্রহণ করেন।
এতে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ধর্মীয়,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020