Search
Close this search box.
Search
Close this search box.

পূর্ব চেচুরিয়ায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ)উদযাপিত।

মুহাম্মদ আরিফ▪️
বৈলছড়ি ইউনিয়নের পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া গ্রামের সর্বস্তরের এলাকাবাসী এবং ইসলামি সুন্নি জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উৎযাপিত হয়েছে।
আজ সকাল ৯টা হতে  পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া অদুদিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠপ্রাঙ্গণ থেকে  এক বর্ণাঢ্য র‍্যালি নিয়ে চেচুরিয়া এবং বৈলছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া অদুদিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে জমায়েত হয়ে সংক্ষিপ্ত মিলাদ এবং মোনাজাতের মধ্যদিয়ে উক্ত জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সমাপ্ত হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন,পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের  খতিব জনাব মাওলানা মুকবুল আহমদ আলকাদেরী, মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি বিভিন্ন ইসলামিক,সামাজিক এবংসেচ্ছাসেবী সংগঠন যোগ দেয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাঁশখালী উত্তর শাখার সভাপতি জনাব আব্দুর রহিম সিরাজী,জঙ্গল চেচুরিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী প্রমূখ।

আরও পড়ুন  বিভিন্ন হাসপাতালে রোগীদের মাঝে ইসলামী যুব আন্দোলনের ইফতারী বিতরণ