Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সভা

পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন এর আহবায়ক কমিটির এক সভা গত শনিবার বিকেল ৫ টায় এসোসিয়েশন এর আহবায়ক চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর আমিরুল মোস্তফার সভাপতিত্বে মহানগরীর সার্সন রোডস্থ জেলা পরিষদ বাংলো কর্ণফুলীতে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মাহফুজুল হক, এ্যাডভোকেট আব্দুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম আবদুল্লাহ আল মাসুদ, নাছির উদ্দিন, আহমেদ রফিক, মুসলেহ উদ্দিন, সাজ্জাদুল হক, লুৎফুর রহমান, হারুন রশিদ, বেলাল মাহমুদ বাবুল, সাহেদ সিদ্দিকী,এ্যাডভোকেট নাজেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব বাবলা বিশ্বাস। সভায় এসোসিয়েশন এর লোগো, রেজিষ্ট্রেশন ফর্ম, ওয়েবসাইট ও এ্যাপস, গঠনতন্ত্র, সদস্য সংগ্রহ, সদস্য ফি নির্ধারণ, ব্যাংক একাউন্ট খোলাসহ আরো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যাঁরা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন হতে বিভিন্ন সনে এসএসসি পাস তাঁদের সকলকে এসোসিয়েশনে সম্পৃক্ত করার কার্যকর কর্মকৌশল নির্ধারণের জন্য উপস্থিত সকলে একমত পোষন করেন।

আরও পড়ুন  মানবতার কল্যান সংগঠনের মানবিক উদ্যোগ