
বাঁশখালী পৌর সদরের আশকরিয়া সড়কের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম। রবিবার (২৪ আগস্ট) দুপুরে তিনি এ পরিদর্শন করেন। এসময় পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, প্রকৌশলী আরাফাত ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও সড়কের করুণ চিত্র স্বচক্ষে দেখেন এবং স্থানীয়দের কাছ থেকে ভোগান্তির কথা শোনেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেইনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ পরিস্থিতিতে ইউএনও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি লাল পতাকা দিয়ে ড্রেইনের সীমানা চিহ্নিত করা এবং এলাকাবাসীর সহযোগিতায় অচিরেই ড্রেইনের কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020