Search
Close this search box.
Search
Close this search box.

পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।

আজ ৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত পৌর মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন, সংরক্ষিত আসনে নবনির্বাচিত মহিলা কাউন্সিলর ১,২,৩ ওয়ার্ড এর রোজি আক্তার, ৪ ৫ ও ৬ ওয়ার্ড এর রোজিয়া সুলতানা রুজি ও ৭ ৮ ৯নং ওয়ার্ড এর ছাদেকা নুর খানম বিউটি এবং নবনির্বাচিত সাধারণ ওয়ার্ডের ১নং ওয়ার্ডের কাউন্সিলর আনসুর আলী তালুকদার, ২নং ওয়ার্ডের কাঞ্চন কুমার বড়ুয়া, ৩নং ওয়ার্ডের জামশেদ আলম, ৪নং ওয়ার্ডের মোঃ আরিফ মাঈন উদ্দিন, ৫নং ওয়ার্ডের মোঃ ইসহাক, ৬নং ওয়ার্ডের আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডের আব্দুল গফুর, ৮নং ওয়ার্ডের প্রণব দাশ ও ৯ নং ওয়ার্ডে বদিউল আলম শপথ গ্রহণ করেছেন।

শপথের পর বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহ্বান জানান।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরা বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি মহোদয় এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন  বাঁশখালীতে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে বিধ্বস্ত শিক্ষাপ্রতিষ্ঠান