আসন্ন পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাঁশখালী পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারী আলাওল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন রবিন।
ছাত্রাবস্থা থেকেই জনগণের পাশে থাকার নেশা তাকে পেয়ে বসে এবং যতটুকু সম্ভব এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। পৌরসভা ছাত্রলীগের সভাপতি এবং আলাওল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছাত্রদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন এবং কখনো কেউ তার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলতে পারেনি। পরিচ্ছন্ন রাজনীতি এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার যে সহজাত প্রবৃত্তি তার মধ্যে রয়েছে, সেই কারণেই রবিন সবার কাছে খুব প্রিয়। এলাকার মানুষ তাকে যেভাবে ভালোবাসে, সেভাবে আগামী পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডের জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি শতভাগ আশাবাদী। তিনি নির্বাচিত হলে এলাকার মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ করবেন বলে বাঁশখালী এক্সপ্রেসকে জানান।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী অলি মিয়ার দোকান যার নামে নামকরণ করা হয়, সেই অলি মিয়ার দৌহিত্র এই শাহাব উদ্দিন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে মাস্টার্স এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে বর্তমানে ঠিকাদারি পেশা এবং শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020