বাঁশখালীর স্বনামধন্য মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশন এর সহযোগী সংগঠন পৌরসভা ব্লাড ব্যাংকের উদ্যোগে সরকারি আলাওল কলেজে মঙ্গলবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন সরকারি আলাওল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সোলাইমান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌরসভা ব্লাড ব্যাংকের এডমিন -মোহাম্মদ শিফাত হোসেন, এডমিন – মিজবাহুর রহমান, মডারেটর মোহাম্মদ সালমান, মডারেটর তৌহিদুল ইসলাম জহির, সদস্যঃ- আমজাদ বিন আহমদ রাকিব, মেহেদী হাসান বাবু, মোহাম্মদ কফিল, ফেরদৌস আলম, হাবিবুর রহমান, জামাল উদ্দিন, জিহাদ, আজমল, রিয়াদ, মোহাম্মদ সেলিম. কামরুল হাসান রাফি ও মেহেদী সহ আরও অনেকেই।
এতে আরও উপস্থিত ছিলেন শুভাকাঙ্খী স্বেচ্ছাসেবী হিমাদ্রি হোসেন আবির, স্বেচ্ছাসেবী মোহাম্মদ জিসান
ও কলেজের স্কাউট রোভারা।
বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালের পক্ষ হতে উপস্থিত ছিলেন এমডি মোহাম্মদ আবছার উদ্দিন, মার্কেটিং অফিসার ইমরান হোসেন শাকিল, ল্যাবম্যান ও মহিলা নার্স।
বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতালের এর সার্বিক সহযোগিতায় এবং আলোর দিশারী ফাউন্ডেশনের তত্বাবধানে উক্ত ক্যাম্পেইন পালিত হয়।